বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনার প্রধান আসামী ময়ূর-২ লঞ্চের মাস্টার আটক
- আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনার প্রধান আসামী ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসারকে আটক করেছে র্যাব। গতরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২৯ জুন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ এর লঞ্চের ধাক্কায় মর্নিংবার্ড লঞ্চের ৩২ যাত্রী নিহত হয়।
২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ এর একটি লঞ্চের ঢাকা-চাঁদপুরগামী ধাক্কায় মর্নিংবার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩২ জনের প্রাণহানী ঘটে। মর্নিংবার্ড লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সদরঘাট আসছিলো। মর্মান্তিক এ লঞ্চডুবির ঘটনায় গত ৩০ জুন দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। বাসার এ মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। ময়ূর ২ লঞ্চের মাস্টার আবুল বাসারকে আটক করেছে বলে জানান র্যাব-১০ এর সিও।
অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, ঘটনার পর আবুল বাসার আত্মগোপনে চলে যান। তিনি রাজধানীসহ বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি ।