বৃষ্টি আর ইভিএম ভোগান্তি নিয়ে কুমিল্লা সিটির ভোটগ্রহণ শেষ : চলছে গণনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কোনও ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। শুরু হয়েছে ভোট গণনা। কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণার প্রস্তুতি নেয়া হচ্ছে।
কে হবেন সিটি করপোরেশনের মেয়র এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে ভোটারদের মধ্যে। আলোচনায় গুরুত্ব পাচ্ছে দুই প্রার্থী নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত এবং টেবিল ঘড়ি প্রতীকের মো. মনিরুল হক সাক্কুর নাম। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী লড়ছেন। পাশাপাশি ২৭টি ওয়ার্ডে ১৪২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবার দৃষ্টি মেয়র পদের দিকে।