বে-টার্মিনাল নির্মাণে প্রতীকী মূল্যে সাগর উপকূলে ভূমি বরাদ্দ

- আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
বে-টার্মিনাল নির্মাণে ভূমির দাম পরিশোধ করতে চট্টগ্রাম বন্দরকে তিন মাস সময় দিয়েছে জেলা প্রশাসন। গেল ফেব্রুয়ারিতে মাত্র তিন কোটি টাকার প্রতীকী মুল্যে সাগর উপকূলের এই ভুমি বন্দরকে বরাদ্দ দেয় মন্ত্রণালয়। জেলা প্রশাসক বলছেন, মূল্য পরিশোধের পর যত দ্রুত সম্ভব ভুমিটি বন্দরকে বুঝিয়ে দেয়া হবে। আর বন্দর চেয়ারম্যান বলছেন, প্রতীকী মুল্যে ভুমি বরাদ্দ বাস্তবায়িত হওয়ায় আরো একধাপ এগিয়ে গেলো বড় এই প্রকল্পের নির্মাণ প্রক্রিয়া।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাওয়া চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এই প্রকল্পের নাম বে টার্মিনাল। কাট্টলীর সাগরপাড়ে প্রস্তাবিত জমিতে ২০১৭ সালে সাইনবোর্ড তুললেও ভুমি সংক্রান্ত জটিলতা নিরসনে সময় লাগলো ৭ বছর।প্রাথমিকভাবে ৬৭ একর ভুমি বরাদ্দ দিলেও বাকি ৫০০ দশমিক ৭ একর ভুমি বরাদ্দ নিয়ে শুরু হয় জটিলতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরুতে এই জমির দাম ২৪১ কোটি টাকা নির্ধারণ করা হলেও বন্দরের আবেদনের প্রেক্ষিতে মাত্র তিন কোটি টাকায় বরাদ্দ দিয়েছে ভুমি মন্ত্রণালয়।গেল ২ মে ৯০ দিনের সময় বেধে দিয়ে ওই টাকা পরিশোধ করতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। বন্দর কর্তৃপক্ষ বলছে, জমি বরাদ্দ পাওয়ায় বে টার্মিনাল প্রকল্পে গতি পাবে।
এক দাগে ৫০০ একর জমি বরাদ্দ নিশ্চিত হওয়ায় বড় এই প্রকল্পে ভুমি অধিগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। তবে বন বিভাগের মালিকানাধিন ১২৪ একর জমি বরাদ্দ চুড়ান্ত হয়নি এখনো।