কুরিয়ার অ্যাক্ট লঙ্ঘন করে পণ্য পরিবহনের গাড়ি তল্লাশির নামে আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানি
- আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পোস্ট অফিস আইন এবং দ্য কুরিয়ার অ্যাক্ট লঙ্ঘন করেই সড়ক মহাসড়কে পণ্য পরিবহনের গাড়ি তল্লাশির নামে হয়রানি করছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য। বিষয়টি জন দুর্ভোগের পাশাপাশি সরকারের উপর জনগনের আস্থার সংকট তৈরী করছে বলে মনে করেন আইনজীবী, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত ওই সব অতি উৎসাহী সদস্যের বেআইনি কাজে লাগাম টেনে ধরা প্রয়োজন বলে মত দেন তারা।
করোনা মহামারীতেও যখন সারা দেশ অচল; তখন দেশের মানুষের সেবায়, নিয়োজিত দেশের শীর্ষস্থাণীয় প্রতিষ্ঠান এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস।
দু:খজনক হলেও সত্য সম্প্রতি বিজিবির কতিপয় সদস্যের বিমাতা সুলভ আচরণের শিকার ১৬ কোটি মানুষের আস্থার প্রতিক এসএ পরিবহন।
২৫ এপ্রিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে এসএ পরিবহণের জরুরী ডাক ও পার্শ্বেলবাহী একটি গাড়ি জোর করে অস্ত্রের মুখে ড্রাইভার-সুপারভাইজারকে জিম্মি করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। ক্যাম্পের খোলা মাঠে অরক্ষিত অবস্থায় দিনভর পার্শ্বেলগুলো লন্ড-ভন্ড করে। রাতের আধারে গাড়িটি জব্দ দেখিয়ে প্রেরক-প্রাপকের নাম বাদ দিয়ে শুধু ড্রাইভার ও সুপারভাইজারের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এমনকি এসএ পরিবহনের কুমিল্লা শাখার ম্যানেজার আব্দুল হাইকে ক্যাম্পে ডেকে ভয় ভিতি দেখিয়ে একটি মিথ্যা স্বীকারোক্তিও লিখিয়ে নেয় বিজিবি।
শুধু কুমিল্লায় নয় দেশের বিভিন্ন প্রান্তে এস এ পরিবহনকে এ ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার।
যদিও আইনের নামে হয়ে যাওয়া বেআইনি ওই ঘটনার দায় নিতে চায়নি কোন পক্ষই।
এমন বাস্তবতায় এসএ টিভির জনপ্রিয় টকশো লেট এডিশনে অংশ নিয়ে, তল্লাশির নামে বিজিবির হয়রানির সমালোচনা করেন সিনিয়র আইনজীবীরা।
বিষয়টি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন অবসরপ্রান্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন।
কতিপয় অতি উৎসাহীর জন্য পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলেও সতর্ক করেন ব্যবসায়ী নেতা খন্দকার রুহুল আমিন সিআইপি।
দেশের কুরিয়ার খাতের উন্নয়নে এসএ পরিবহনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন বক্তারা।