বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ১৭৮২ বার পড়া হয়েছে
বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁয়। মাংস উৎপাদনের পাশাপাশি খামারিদের ভাগ্য বদলে দিচ্ছে। জেলায় প্রায় দেড় হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে। আসছে দ্বিগুন লাভ।
বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন করছেন তিলকপুর গ্রামের নূরনবী। আধুনিক পদ্ধতি অনুসরণ করে তিনি মাচায় গড়ে তুলেছেন পারিবারিক খামার।
দিনে দু’বার দিতে হয় খাবার, বাকি সময় হাঁসগুলো মুক্ত জলাশয়ে সংগ্রহ করে প্রাকৃতিক খাবার। এতে খরচ হয় কম। এখাবে ৬০ থেকে ৭০ দিনে একেকটি হাঁসের ওজন হয় আড়াই থেকে তিন কেজি। লাভ হচ্ছে দ্বিগুন।
খামারিদের মাঝে বাচ্চা সরবরাহ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে পিকেএসএফ, দাবি ও আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এতে মাংস উৎপাদনের পাশাপাশি দারিদ্রতা কমছে বলছেন কর্মকর্তারা।
উদ্যোক্তারা বলছেন, অল্প খরচে বেশি লাভের আশায় নওগাঁ জেলায় গড়ে উঠেছে প্রায় দেড় হাজার খামার।