বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ নেয়ার বিষয়ে আবেদন করেনি পরিবার
- আপডেট সময় : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ নেয়ার বিষয়ে পরিবারে পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এমনটাই জানিয়েছেন তার মেঝো বোন সেলিমা ইসলাম। এদিকে, ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো অভিযোগ করেন, করোনা মোকাবিলার নামে সরকার দুর্নীতির পাহাড় তৈরি করেছে। এসময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসির কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।
১০ এপ্রিল কারোনায় শনাক্ত হবার সতের দিন পর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে।
নানা পরীক্ষা-নিরীক্ষার এক পর্যায়ে ৩ মে সোমবার সকালে খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসায় আলোচনায় আসে বিদেশে যাত্রার।
তবে, বিদেশের নেয়র বিষয়ে কিছুই জানেনা তার পরিবার-এমনটাই জানিয়েছেন তার মেঝো বোন সেলিমা ইসলাম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চ্যূয়ালী এক অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরেন।
বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড-জানিয়েছেন বিএনপি মহাসচিব। এসময় তিনি দেশ বাসীর কারছে দোয়া চান বিএনপি নেত্রীর জন্য।