বেগম খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক পাওয়া গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক পাওয়া গেছে। তবে, শারীরিক অবস্থা বিবেচনা করেপরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডা. জাহিদ হোসেন আরও জানান, এখন পর্যন্ত উনার শারীরিক অবস্থা যে পর্যায়ে আছে, তাতে ৭২ ঘণ্টা না গেলে চিকিৎসকরা কোনো মন্তব্য করতে চান না। তিনি বলেন, এনজিওগ্রামে তার তিনটি ব্লক পাওয়া গেছে। একটিতে রিং পরানো হয়েছে। বাকি দুটি ব্লকের বিষয়ে শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে, শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষেণে রাখা হয়েছে।