বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল খুলে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
দীর্ঘ দেড় বছর পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল খুলে দেয়া হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. সরিফা সালোয়া দিনারের উপস্থিতিতে হলগুলো খুলে দেয়া হয়। কমপক্ষে ভ্যাকসিনের প্রথম ডোজ যারা গ্রহণ করেছেন সেই ছাত্র-ছাত্রী হলে ওঠার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী ও দু’টি ছাত্রদের আবাসিক হল রয়েছে। আবাসিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে খুশি তারা। ১১ই নভেম্বর সশরীরে ক্লাস ও পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। সকাল থেকেই শিক্ষার্থী পরিবহনের বাস গুলো শিডিউল অনুযায়ী ক্যাম্পাসে আসতে শুরু করে। এসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর ক্লাসে ফেরার অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় ২০ মাস পর ক্লাসে ফিরতে পেরে আনন্দিত তারা।