বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রংপুর-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রংপুরে দ্বিতীয় দিনের মতো রংপুর-ঢাকা দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট কারা আহবান করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে শ্রমিক নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছেন তারা। দাবি মেনে না নিয়ে উল্টো মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, মালিকপক্ষের দাবি, তারা ধর্মঘটের ঘোষণা দেননি। এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ঢাকায় মালিক-শ্রমিকদের বৈঠক কোনো সুরাহা ছাড়াই শেষ হয়। আগে থেকেই শ্রমিকদের পাওনা পরিশোধ ও দাবি পুরণ থাকায় তিন থেকে চারটি কোম্পানি তাদের বাস চলাচল স্বাভাবিক রেখেছে।