বেতুয়ানে রাস্তার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের
- আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বেতুয়ান, পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি সমৃদ্ধ গ্রাম। এতে, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ প্রয়োজনীয় সবকিছুই আছে শুধু, নেই যাতায়াতের প্রয়োজনীয় রাস্তা। রাস্তার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তার আক্ষেপ নিয়ে বছরের পর বছর পার করছে স্থানীয়রা।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সবুজ শ্যামল সিগ্ধ এই গ্রামটির নাম বেতুয়ান। উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির দশটি পাড়ায় বসবাস প্রায় ২০ হাজার মানুষের। গ্রামের কোন রোগীকে হাসপাতাল নিতে, কেউ মারা গেলে তার মরদেহ দাফন করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়রা নিজ উদ্যোগে ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ শুরু করলে স্থানীয় প্রশাসন সেটি বন্ধ করে নেয়।
এলাকাবাসীদের দাবী জনস্বার্থে গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ক্যালেন ভরাট করে রাস্তা নির্মান করার। স্থানীয় জনপ্রতিনিধির দাবী রাস্তা নির্মাণের জন্য জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোন সহযোগীতা পাওয়া যাচ্ছে না।
দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাস্তা নির্মাণের মাধ্যমে দীর্ঘ দিনের হতাশা দূর হবে বলে মনে করেন ভাঙ্গুড়ার বেতুয়ান গ্রামের মানুষ।