বেনাপোল এবং গোপালগঞ্জ থেকে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৮২২ বার পড়া হয়েছে
বেনাপোল এবং গোপালগঞ্জ থেকে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যশোরের বেনাপোল ও গাতিপাড়া এলাকা থেকে আলাদা পুকুর থেকে একাধিক মাদক মামলার আসামী মঈন ও শিশু মাসুদের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে, গাতিপাড়া এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশু মাসুদ। এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর গালাকাটা অবস্থায় শিশু সুমা খানমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ভোরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।