বেনাপোল দিয়ে ভারত থেকে ৫ দিনে প্রায় এক হাজার যাত্রী দেশে ফিরেছেন
- আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বেনাপোল চেকপোস্ট দিয়ে গত ৫ দিনে প্রায় এক হাজার বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন। ভারত থেকে ফেরা এই বাংলাদেশী যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। নেগেটিভ সার্টিফিকেটের দোহাই দিয়ে কেউই মানতে চাইছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন।
ভারতে দীর্ঘদিন চিকিৎসা শেষে, দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকা নিয়ে প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছে যাত্রীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন বলে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চান তারা। গত পাঁচ দিনে ৯৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছে বেনাপোল চেকপোস্ট দিয়ে।
প্রত্যেক যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। যশোরের ১৬টি আবাসিক হোটেলে পাঠানো হচ্ছে তাদের। হোটেলে যাওয়ার আগে প্রত্যেকের পাসেপার্ট সংশ্লিস্ট থানায় জমা রাখা হচ্ছে। বেনাপোলের সাতটি হোটেলে এখন আর জায়গা নেই। সার্বক্ষনিক তদারকি করছে পুলিশ ও আনসার।
দেশের স্বার্থে সবাইকে সরকারি সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
অসুস্থ্য যাত্রীদের অবস্থা বুঝে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানায় তারা।