বেনাপোল বন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মানছে না স্থানীয় পৌরবাসী
- আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মানছে না স্থানীয় পৌরবাসী। মাস্কবিহীন ঘোরাফেরা করছে বন্দরের শ্রমিকসহ ট্রাক চালক ও সহযোগিরা। প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রচারণা চালানো হলেও কাজ হচ্ছেনা কোন কিছুতেই।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও দেশের প্রথম শ্রেণীর পৌরসভা বেনাপোল। সরকার ঘোষিত ১১ দফা বিধি-নিষেধ উপেক্ষিত এই এলাকায়। পৌরবাসী বন্দর এলাকার ট্রাকচালক ও হেলপাররা মানছেন না কিছুই। বেনাপোলে মাছ বাজার থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ, গণপরিবহন কোথাও নেই স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই।
অধিকাংশের অনীহা মাক্স ব্যবহারের। প্রশাসনের প্রচারণা ও মোবাইল কোর্ট সব ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অনিয়ম। কাজে আসছেনা জরিমানা কিংবা জনসচেতনতার বুলি।
সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনেই আমদানি-রপ্তানি বাণিজ্য এখনো পর্যন্ত চালু রয়েছে। পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে মাক্স পরিধান এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। পাসপোর্টধারী ব্যক্তির করোনা শনাক্ত হয় তাকে যশোর সদর হাসপাতালে এর জন্য পাঠানো হচ্ছে। উপসর্গ নিয়ে থাকা যাত্রীদের রাখা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সারাদেশেই মাক্স পরা বাধ্যতামূলক বলছেন বিশেষজ্ঞরা। সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্বারোপ তাদের।
ভারতে করোনার অবস্থা ভয়াবহ। সব ধরনের বিধিনিষেধ মানার বিকল্প নেই।