বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত
- আপডেট সময় : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ কমে আসায় বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত। নো-ম্যাসল্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদ বৃষ্টিতে ভিজে নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গত একমাসে বেনাপোল চেকপোস্ট দিয়ে লক্ষ্যাধিক যাত্রী যাতায়াত করেছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিবছর প্রায় ২০ লাখ যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে। করোনা সংক্রমণ কমে আসায় যাতায়াত আরও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছে ৭৭ হাজার ৩২০ জন। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ৬৩ হাজার ৮৯০ জন। যাত্রী সেবা বাড়াতে বেনাপোল ইমিগ্রেশনে বৃদ্ধি করা হয়েছে কাউন্টার।
তবে ভারতীয় ইমিগ্রেশনে ধীরগতির কারণে বর্ষা কালে ভারত যেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হচ্ছে যাত্রীদের। বাংলাদেশে ভোগান্তি কম হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পুলিশের জনবলের অভাবে বেড়েছে ভোগান্তি। দেশের সিংহভাগ যাত্রীই ভারতে যান চিকিৎসা সেবা নিতে। ভোগান্তি কমাতে দু-দেশের উচ্চ পর্যায়ের আলোচনার বিকল্প নেই বলে মনে করেন যাত্রীরা।
চেকপোস্টে যাত্রী সেবা নিশ্চিত করতে বহিরাগতসহ অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের মালামাল বহনে কাস্টমসের পক্ষ থেকে প্রায় ২’শ ট্রলি দেয়া হয়েছে।
বেনাপোল কাস্টমস, স্থলবন্দর, বিজিবি, এনএসআই ও ডিজিএফআই আলোচনার মাধ্যমে বৈধ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও দালাল মুক্ত করতে চেকপোস্টে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীসেবা আরও বাড়াতে হেল্প ডেস্ক বসানো হবে বলে জানা গেছে।