বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণ বার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণ বার ও মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গেলরাতে বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা এলাকা থেকে স্বর্ণের এ চালান আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্ত এলাকায় যাবে।
এমন তথ্যের ভিত্তিতে আমড়াখালি বিজিবি পোস্টে নজরদারি বাড়ানো হয়। এসময় আমড়াখালি বিজিবি পোস্টে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে সংকেত দিলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
এসময় মোটরসাইকেল তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে তিনি জানান।