বেনাপোলে প্রতিদিন প্রায় ৪ হাজার যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে ভারতীয় ট্রাক চালকসহ প্রতিদিন প্রায় ৪ হাজার পাসপোর্ট যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি ভারতীয় চালক ও হেলপারদেরও করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি ৩ হাজার ১০৩ জন বাংলাদেশী, ৬৬২ জন ভারতীয়, ৪৪৮ জন ভারতীয় ট্রাক চালক ও ৩৩ জন অন্য দেশের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত হয়ে নেপাল, আমেরিকা এবং জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক আসা যাওয়া করেন। বেনাপোল ইমিগ্রেশনে থার্মাল স্কানের মনিটরটি এখনো ঠিক না হওয়ায় শুধু হ্যান্ড থার্মোমিটার দিয়েই চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ।