বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ পাঁচটি সংগঠনের অর্নিদিষ্টকালের ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
লাইসেন্স বাতিলের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে চলছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ পাঁচটি সংগঠনের অর্নিদিষ্টকালের ধর্মঘট।
আমদানি-রপ্তানিসহ কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারী সংগঠগুলোর সঙ্গে আলোচনা বসতে প্রস্তুত কর্তৃপক্ষ। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে তাদের সংগঠনের নেতাদের নামে মিথ্যা মামলা করেছে কাস্টমস। মামলা প্রত্যাহারসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধ না হলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় পণ্য চালান নেয়ার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গেলো ২ ফেব্রুয়ারি বন্ড লাইসেন্সে চালানের আড়ালে ফেনসিডিল, সিগারেট, ভারতীয় মদসহ বিভিন্ন মাদকপণ্য আমদানি করার চেষ্টায় ভারতীয় ট্রাক আটক করা হয়।