বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে বারগুলো বহন করছিলো মনিরুজ্জামান নামের এক পাচারকারী।
সকালে যশোরের নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়ি থামিয়ে মনিরুজজামানকে তল্লাশি করে বিজিবি। এসময় ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের মুল্য ১ কোটি ১ লক্ষ ৩৯ হাজার চারশত টাকা বলে জানান তিনি।