বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয়ের আভাস মিলছে
- আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইসরাইলের সাধারণ নির্বাচন প্রায় ১২ বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয়ের আভাস মিলছে। জনমতের পর বুথফেরত জরিপে তিনি পিছিয়ে আছেন।
ইহুদীবাদী দেশ ইসরাইলে গেলো দুই বছরে ৪বার সাধারণ নির্বাচন দিয়েও দেশটির পার্লামেন্ট নেসেটে কোনো দল বা জোটই সরকার টিকিয়ে রাখতে পারছে না। মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচনে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সরকার গঠন করতে হলে নেতানিয়াহুর দল এবং তার জোটকে কমপক্ষে ৬১টি আসন নিশ্চিত করতে হবে। ফলে কোনোপক্ষই মন্ত্রিসভা গঠনের মতো সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২০০৯ সাল থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৭১ বছর বয়সী কট্টরপন্থি এ লিকুদ পার্টির নেতা। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে; পাশাপাশি করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনায় অক্ষতার পরিচয় দিয়েছেন বলে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে।