বেরোবি’র নতুন ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ করা হয়েছে। অধ্যাপক ড. হাসিবুর রশীদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। নবনিযুক্ত ভিসি এর আগে ওই বিশ্ববিদ্যালয়েরই ট্রেজারার হিসেবে কর্মরত ছিলেন। ডক্টর হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ধারা ১০-এর ১ অনুসারে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। নবনিযুক্ত ভিসি আগামী রোববার বেগম বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারেন বলে একাধিক সুত্র জানিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক তদন্ত চলছে। এর মধ্যে কয়েকটি অভিযোগের প্রমাণও মিলেছে।