বেশি দামে বিক্রি ও অবৈধভাবে তেল বোতলজাত করায় উত্তর বাড্ডার দুই ব্যবসায়ীকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে তেল বোতলজাত করায় রাজধানীর উত্তর বাড্ডা বাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তর বাড্ডা বাজারে অভিযান চালায়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং খোলা তেল বোতলজাতকরণ প্রক্রিয়ার দায়ে দুই ব্যবসায়িকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের কর্মকর্তা মো: হাসানুজ্জামান জানান, সবাইকে ব্রিফ করা হয়েছে। সে অনুযায়ী কাজ না করলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ হিসেবে উত্তর বাড্ডা বাজার তদারকিতে থাকবে বলেও জানান তিনি।