বেশিরভাগ ট্রেনই সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে

- আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঈদে বাড়ি যেতে যারা ট্রেনের আগাম টিকিট না পেয়ে হতাশ ছিলেন তারা আজ টিকিট পেয়েছেন। দু’একটি ছাড়া বেশিরভাগ ট্রেনই সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। একটি স্পেশালসহ আরো ৬০টি ট্রেন রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাবে বলে জানান কমলাপুর স্টেশন কর্মকর্তা।
মংগলবার ঈদুল ফিতর। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে এবার অনেকেই আগেভাগেই রাজধানী ছেড়েছেন। তাই কমলাপুর রেলস্টেশন অনেকটা যাত্রীশূণ্য।
খুব সহজে টিকিট কেটে ঝামেলা মুক্ত পরিবেশে ট্রেনে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
দু’একটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া প্রায় সব ট্রেনই সময় মতো স্টেশন ছেড়ে যায়।
ঈদযাত্রার ৬ষ্ঠ দিনে একটি স্পেশালসহ ৬০টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানান কমলাপুর রেলস্টেশনের এ কর্মকর্তা।
বলেন, গত কয়েক দিনের তুলনায় স্টেশনে এখন যাত্রীর চাপ নেই।
ঈদ যাত্রায় এমন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পারলে ট্রেনের প্রতি আস্থা ও নির্ভরশীলতা আরো বাড়বে বলে মনে যাত্রীরা