বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, সনদ বাণিজ্যসহ যৌন হয়রানীর অভিযোগ
- আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের বেশিরভাগ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে অনিয়ম, দূর্নীতি এবং অর্থের বিনিময়ে সনদ বাণিজ্যেসহ ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ। মাঝে মাঝে এসব কাণ্ড খবরের শিরোনাম হলেও নাম মাত্র তদন্তের পর কার্যকর ব্যবস্থা না নেয়ায় চাপা পড়ে যায় ঘটনা।রহস্যজনক কারণে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় অভিযুক্তরা।
মারিয়া (ছদ্মনাম), রাজধানীর বেসরকারী বিশ্ববিদ্যালয় আশা ইউনির্ভাসিটির চতুরর্থ বর্ষের ছাত্রী। সম্প্রতি তিনি রেজিস্টারের তানভির আহমেদ বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ, তবে মূল আসামীকে বাদ দিয়ে প্রাথমিক তথ্য বিবরণী রির্পোট দেয় মোহাম্মদপুর থানা। অন্যদিকে দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের। পড়ালেখা না করেও অর্থের বিনিময়ে মেলে শিক্ষা সনদ ।
দেশের ১০৮টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা দেয়া হয় কয়েক লক্ষ শিক্ষার্থীকে। বিভিন্ন সময় এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। বেশ কয়েকটির বিরুদ্ধে রয়েছে দুদকের মামলাও। এসব অনিয়ম রোধে কাজ করছে ইউজিসি।
বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সরকারের নীতিমালা থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই তা মানা হয় না।।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি নিয়ম মেনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে, বাড়বে শিক্ষারমান এমনটাই চাওয়া অভিভাবক এবং শিক্ষার্থীদের।