বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ কাল
- আপডেট সময় : ০৬:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে কাল। এরইমধ্যে তথ্যের গরমিল থাকায় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী। বর্তমান এবং সাবেক এমপি ও অভিনয় শিল্পীসহ এই সংখ্যা প্রায় দুই শতাধিক। তৃতীয় দিনের বাছাইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া মানিকগঞ্জের তিনটি আসনেই জাতীয় পার্টির তিন প্রার্থীর মনোনয়নপত্রই বাতিল হয়েছে।
চট্টগ্রামের মনোনয়ন বাছাইয়ে ১৬টি আসনে ২৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিলের বেশীর ভাগ প্রার্থীর সমর্থক ও প্রস্তাবকসহ ১ শতাংশ ভোটারের উপস্থিতি শনাক্ত না হওয়ায় এবং তথ্যের গরমিল থাকায় বাতিলে সিদ্ধান্ত জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া কয়েকজন প্রার্থী ঋণখেলাপী থাকায় ও ট্যাক্স রির্টান দাখিল না করায় একই তালিকায় পড়েন তারা।
নওগাঁয় ঋণ খেলাপি ও স্বাক্ষর জালিয়াতিতে ৮টি মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনয়নগুলোর সব কটিই আওয়ামী লীগের। এদিকে বাছাই শেষে খাদ্যমন্ত্রী বলেছেন,জ্বালাও পোড়াওয়ের কারণ মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
বগুড়ার সাতটি নির্বাচনী আসনে ৭৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলার রিটার্নিং অফিসার।
খুলনায় তিনটি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুপুরে খুলনা তিনটি আসনের ২০ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক।
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তাদের কারণেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
১ শতাংশ ভোটারের তথ্য সংযুক্ত না থাকায় চাঁদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বকেয়া কর পরিশোধ করায় পটুয়াখালীতে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন, ৫টি আসনে ৩৮ জনের মনোনয়ন বৈধ ও ৭ জনের বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমানসহ ৯ জনের মনোনয়ন বৈধ। এ আসনে বাতিল হয়েছে দুইজনের মনোনয়ন।
নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই- বাছাই শেষে ৩৭ জন প্রার্থীকে বৈধ এবং বাতিল ১৮ জনের প্রার্থীতা। ঋণখেলাপি হওয়ায় নোয়াখালী-৪ আসনের পর লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুমিল্লায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাহার এমপি ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমা এমপি দুইজনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বাতিল করা হয়েছে দুইজনের। ৪৯জনের মনো নয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। বাতিল করা হয় ৩৮ জনের
মনোনয়নপত্র। স্থগিত করা হয় ১৬ জনের মনোনয়নপত্র।
চুয়াডাঙ্গার ২টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১৩ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনে ৪ সতন্ত্র এবং রাজবাড়ী-২ আসনে ১ স্বতন্ত্রসহ মোট ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ঋণ খেলাপীর অভিযোগে জাতীয় পার্টির নেতা, সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন ও গাজীপুর -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ও পৌর কর না দেয়ায় গাজীপুর -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে যাচাই-বাছাই শেষে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২৯জন প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।
এদিকে, আদালতে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছেন গাইবান্ধা ০১ আসনের নৌকা মনোনীত সমর্থক প্রাথী আফরোজা বারী ও জাতীয় পার্টির সংসদ সদস্য পদ-প্রাথী ব্যরিষ্টার শামিম হায়দার পাটোয়ার ।