বৈধভাবে ক্ষমতা থেকে সরাতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বৈধভাবে ক্ষমতা থেকে সরাতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সকালে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় হানিফ আরো বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে এদেশের উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাবে, আর তারেই ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ কর্নার ও স্বাধীনতা মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।