বৈরি আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত, পারা-পারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন।
পদ্মা নদীতে প্রচন্ড ঢেউ ও স্রোত থাকায় দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরী চলাচল ব্যাহ হচ্ছে।ফলে শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক,যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ আট শতাধিক যানবাহন। ফলে,পারাপার হতে আসা যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিআইডব্লিউটিসি জানায় বৈরি আবহাওয়ায় এ নৌ-রুটটির পদ্মা উত্রাল রয়েছে এছাড়া নাব্যতা সংকট ও চ্যানেল ন্যারো হওয়ায় ফেরী চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।যার ফলে এ নৌ-রুটের নিয়মিত বহরের ১৫ টি ফেরীরর পরিবর্তে ১টি রোরো ,৩টি কেটাইপ ও ২টি ছোটসহ মোট ৬টি ফেরী দিয়ে এ নৌ-রুটটি সচল রাখা হয়েছে।