বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা লেবানিজ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরে আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এল।
মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন। বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২০০ শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।