বোনারপাড়া রেল ষ্টেশনের গুদাম থেকে সাড়ে ৭ হাজার ফিস প্লেট গায়েব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনের গুদাম থেকে প্রায় ৫০টন ওজনের ৭ হাজার ৪’শ পিস ফিস প্লেট গায়েব হয়ে গেছে। ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে তিন সদস্যর কমিটি। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
উত্তরাঞ্চলের রেলওয়ে লাইন মেরামতের বিভিন্ন মালামাল সরবরাহ করা হয়, গাইবান্ধার বোনারপাড়া স্টেশনের প্রকৌশল অফিসের গুদাম থেকে। সেখান থেকে ৫০ টন ওজনের সাত হাজার চার’শ পিস ফিস প্লেট গায়েব হয়ে গেছে।
এই অফিসের দায়িত্বশীল কর্মকর্তা দীপক কুমার সিংহ ইতোমধ্যে অবসরে গেছেন। তবে গুদামের চাবি তার কাছেই ছিল বলে জানান তিনি।
সংরক্ষিত এলাকা থেকে মালামাল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।
ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিক সত্যতা মেলেছে বলে জানায় তিন সদস্যের তদন্ত কমিটি।
দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।