বোরখা পরেও শেষ রক্ষা হলো না করোনাকালে দেশের আলোচিত প্রতারক সাহেদের
- আপডেট সময় : ০১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৭২৯ বার পড়া হয়েছে
বোরখা পরেও শেষ রক্ষা হলো না করোনাকালে দেশের আলোচিত প্রতারক সাহেদের। বুধবার ভোরে রেবের বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা গ্রেফতার করা হয় ৫৯ মামলার পলাতক আসামী এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে। রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার জানান, সাতক্ষীরা জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা দিয়ে নদীপথে ভারত পালিয়ে যাওয়ার সময় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি কাদের প্রশ্রয়ে ও সহায়তায় প্রতারক সাহেদের উত্থান হয়েছে, তা খুঁজে বের করা হবে বলেও জানান রেব কর্মকর্তারা।
নদী পথ থেকে গ্রেফতারের পর সাহেদকে যখন ডাঙ্গায় তোলা হয় লাঠির বাড়িতে অর্ভ্যথনা জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার নদীপথে ভারত পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় ৫৯ মামলার প্রতারককে। পরে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। এ সময় দেশের আলোচিত প্রতারক সাহেদকে গ্রেফতারে রেবের বিশেষ অভিযান সম্পর্কে কথা বলেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক।
পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পুরোনো বিমানবন্দর এলাকা থেকে নেয়া হয় রেব সদর দপ্তরে । এসময় রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, কাদের প্রশ্রয়ে ও সহায়তায় প্রতারক সাহেদের উত্থান হয়েছে তা খুঁজে বের করা হবে। তবে সব আইনি প্রক্রিয়া শেষে দেশের সমসাময়িক সময়ের আলোচিত এই প্রতারককে কখন আদালতে প্রেরণ করা হবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি রেব।