বোরোর বাম্পার ফলনেও ন্যায্য দাম নেই লালমনিরহাটে
- আপডেট সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১৯৮৭ বার পড়া হয়েছে
বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হাসি নেই লালমনিরহাটের কৃষকের মুখে। চাষীরা বলছেন, শ্রমিক সংকট, বর্ধিত উৎপাদন ব্যয় ও ব্যবসায়ী মধ্যস্বত্ব ভোগী সিন্ডিকেটের কারণে এক মন ধান বিক্রি করে দুজন শ্রমিকের মজুরিও উঠছে না । কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিক কৃষিতে যান্ত্রিকরণ পুরোপুরি নিশ্চিত হলে কমে যাবে উৎপাদন খরচ, কৃষক পাবে ন্যায্য মূল্য।
লালমনিরহাট জেলায় এ বছর বোরো মৌসুমে ধান আবাদ করা হয়েছিল ৪৭ হাজার ৯ শত ৯০ হেক্টর জমি। এখন পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই এর কাজ। তীব্র তাপদাহ উপেক্ষা করে মাঠে ব্যস্ত কৃষক ও কৃষানীরা। সংকট থাকায় চড়া মুজুরী দিয়ে নিতে হচ্ছে ধান কাটা শ্রমিক।
এদিকে, চলতি মৌসুমে মোটা জাতের ধানের সরকারি মূল্য ১ হাজার ২ শত ৮০ টাকা নির্ধারণ করা হলেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়। এতে উৎপাদন খরচ উঠছে না বলে অভিযোগ প্রান্তিক কৃষকদের।
এদিকে বাণিজ্যিক কৃষিতে যান্ত্রিকরণ শতভাগ নিশ্চিত করা হলে কমে যাবে উৎপাদন খরচ, সেই সাথে ন্যায্য মূল্য পাবে কৃষক এমনটাই জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের নির্ধারণ করে দেওয়া মূল্য কার্যকরে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা চাষীদের।