ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করার আগে মালিকদের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ৮টি মৌজার ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করার আগে মালিকদের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে সিরাজগঞ্জ শহরের চান্দআলী মোড়ে মানববন্ধন করে “৮টি মৌজার জমির মালিকদের স্বার্থরক্ষা কমিটি”। কর্মসূচীতে জমির মালিক ও তাদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন। এ সময় কমিটির সভাপতি এস এম মনজুর রহমান বলেন, বারবার জমির দাম পরিশোধের দাবি করা হলেও কোন রকম পদক্ষেপ না নিয়ে কাঁটা তারের বেড়া দেয়া হচ্ছে। অধিগ্রহণের মাধ্যমে জমির মালিকানা হারাচ্ছে তারা। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।