ব্যর্থতার দায় নিয়ে বার্সা ছাড়ার ঘোষণা কোচ জাভি হার্নান্দেজের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৯৮১ বার পড়া হয়েছে
এদিকে ব্যর্থতার দায় নিয়ে বার্সা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ। চলতি মৌসুম শেষ হলেই ছাড়বেন দলের দায়িত্ব।
ভিয়ারিয়ালের কাছে হেরে লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। গেল সপ্তাহে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। সব মিলিয়ে বার্সায় সময়টা ভাল যাচ্ছে না জাভির। ২০২১ সালে বার্সেলোনার অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন। বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল জাভির।