ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক নোয়াখালীর ঘটনাসহ প্রতিটি ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক পরিচয় এ ধরনের অপরাধীর ঢাল হতে পারে না।
বৃহস্পতিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং সহিংসতার বিষয়ে সরকার ও দলের অবস্থান স্পষ্ট করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন অভিযোগেরও জবাব দেন সেতুমন্ত্রী।
এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, অপরাধী ও খুনীদের আশ্রয়-প্রশ্রয়, পূনর্বাসন ও লালন-পালন বিএনপির রাজনৈতিক সংস্কৃতি।