ব্যস্ততা বেড়েছে জামালপুরের কামার শিল্পীদের
- আপডেট সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা। ব্যস্ততা বেড়েছে জামালপুরের কামার শিল্পীদের। কোরবানীর পশু জবাই করতে দা, বটি, ছুরি, কোপাসহ এসব পণ্যের চাহিদা এসময় অনেকটাই বৃদ্ধি পায়। অনেকেই নতুন ছুরি, বটি কিনতে আসছেন, অনেকেই আবার পুরোনোটা শান দিয়ে নিচ্ছেন।
জামালপুর জেলায় সবমিলিয়ে ২০ হাজারের বেশী কামার শিল্পি জড়িয়ে আছে এই শিল্পের সাথে। লোহাকে আগুনে গরম করে ও পিটিয়ে তা দিয়ে মানুষের প্রয়োজনীয় দা,বটি,কোপা,ছুড়ি,চাকুসহ নানা ধরনের পন্য তৈরিতে মহাব্যস্ত তারা। বছরের অন্য সময় তেমন কাজ না থাকলেও কোরবানীর ঈদকে সামনে রেখে কামার শিল্পীদের এসব পন্যের বিপুল চাহিদা মিটাতে কামারশিল্পীরা কাজ করেছে দিন-রাত।
কোরবারনীর জন্য প্রয়োজনীয় চুরি,দা,বটি ,কোপা,চাকু বানাতে আসছে অনেকেই। আবার কেউবা পুরোনো ছুটি আগেভাগেই মেরামত ও শান দিয়ে নিচ্ছে।
ঈদে কোরবানীর গোসত কাটতে কাঠের গোলাই এর চাহিদাও থেকে বিক্রি করছে তারা।
কোরবানীর মাংস কাটার জন্য গোলাই প্রয়োজন বলে কাঠের গোলাই কিনতে আসনে অনেকেই।
কোরবানীর ঈদে অন্যান্য পণ্যের ন্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মত কামারদের তৈরি এসব পন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমনটি প্রত্যাশা সকলের।