ব্যাংক কোম্পানী আইন সংশোধন এবং আয়কর বিল সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ব্যাংক কোম্পানী আইন সংশোধন বিল ২০২৩ এবং আয়কর বিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। এসময় তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন এবং আয়কর আইনকে যুগোপযোগী এবং শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে সরকার।
বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। স্পিকারের অনুমোদনের পর বিল দুটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে ব্যাংক কোম্পানী আইন সংশোধন বিল ২০২৩ পরীক্ষাপূর্বক ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। একই সঙ্গে আয়কর বিল ২০২৩ আগামী ৫ দিবসের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর নির্দেশ দেন স্পিকার। এসময় অর্থমন্ত্রী বলেন, বিল দুটি নিয়ে সংসদ সদস্যদের মতামত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে। কোন ব্যাংক বা বিদেশীদের কথায় নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই আইনের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।