ব্যাটিং ব্যর্থতায় ঢাকা টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বোলাদের স্বস্তির দিনে হতাশার ব্যাটিং নিয়ে ঢাকার প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে ১৮০ রানে পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।
ব্যাট হাতে হতাশ করেছেন নাজুমল শান্ত। গোল্ডেন ডাকে ফিরেছেন তিনি। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম ইকবাল। ২১ করে সাজঘরে ফেরেন এই ওপেনার। ১২ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে তাইজুলের বোলিং তোপে পড়ে আয়ারল্যান্ড। যদিও শুরুতে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। তবে, পরের আট ব্যাটারের মধ্যে পাঁচজনকে ফেরান তাইজুল। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১১তম বারের মতো পাঁচ নিলেন তাইজুল ইসলাম। দলের বাকীদের ব্যর্থতার দিনে ৫০ রানে লড়াই করেছেন হ্যারি টেক্টর। এদিন বল হাতে মাত্র ৩ ওভার বল করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।