ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রাঙামাটিতে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
- আপডেট সময় : ০৬:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পার্বত্য জেলা রাঙামাটিতে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরী শেষে সাজ সজ্জার কাজ। কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চারটি উপজেলায় ব্যস্ত সময় কারিগররা। সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছে পূজা মন্ডপ কমিটি।
আগামী শুক্রবার মহাষষ্ঠীতে মর্ত্যে ফিরবেন দেবি দুর্গা। শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তাই শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাঙামাটির সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। প্রতিমা তৈরী শেষে রং তুলির শেষ আচড় দিচ্ছেন কারিগররা। মন্দির ধোয়া মোছা আর চলছৈ সাজসজ্জার কাজ। পুজোর কেনাকাটায় ব্যস্ত অনেকে।
এবার রাঙামাটির ১০ উপজেলায় ৪৩ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে। স্বাচ্ছন্দ্যে পুজা উদযাপনে আয়োজনের কোন কমতি নেই। এদিকে নিরাপদে দুর্গোৎসব পালনে জেলা প্রশাসন ও পুলিশ সুপার দফায় দফায় বৈঠক করেছেন। পুজার নিরাপত্তা নিয়ে বড় ধরনের কোন আশঙ্কা নেই বলে জানালেন পুলিশ সুপার।
এবার রাঙামাটির সবগুলো পুজা মন্ডপ সার্বক্ষণিক সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কুষ্টিয়াতেও বিপুল উৎসাহ উদ্দিপনায় চলছে শারদীয় দূর্গৎসবের প্রস্তুতি। জেলায় এবার ২৫৮টি পূজা উদযাপন হবে। আয়োজকদের মনে উৎসবের আমেজ। বিপদ-আপদমুক্ত, শস্য শ্যামলায় পূর্ণতা কামনা করছেন আয়োজকরা।
প্রতিমার প্রয়োজনীয় উপকরণের মধ্যে রঙ, কাপড়, পুঁথির মালা, পরচুলা, চুমকি, শোলা ও কারিগরের মজুরিসহ সবকিছুর দাম বেড়ে গেছে। প্রতিটি প্রতিমা তৈরির খরচ প্রায় ৮০ হাজার টাকা। এবারের দূর্গোৎসব সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হবে আশা পুজা উদযাপন কমিটির। অনাকাঙ্খিত যেকোন ঘটনা ঠেকাতে কাজ করার কথা জানান জেলা প্রশাসক। এবার দেবী দুর্গার আগমন ঘোড়াতে। যাবেনও ঘোড়ায়। মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্দনার প্রস্তুতি।