ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
দুপুরে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এর আগে গেলো ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২১ জানুয়ারি শারীরিক অবস্থার আবারো অবনতি হলে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎস্যার জন্য সেখান থেকেই ১ ফেব্রুয়ারি ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎস্যাধীন আছেন তিনি। এদিকে, মওদুদ আহমদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ।