ব্রাজিলে রাষ্ট্রপতি ভবন-সুপ্রিম কোর্টে হামলা
- আপডেট সময় : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যুক্তরাষ্ট্রের ‘ক্যাপিটল হিল’ স্টাইলে হামলা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্ট দখল করে নেয়। এ হামলার পর প্রেসিডেন্ট লুলা ডি সিলভা দেশটির ফেডারেল বাহিনীকে রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে কংগ্রেস ভবন দখলমুক্ত করেছে তারা।
ইতিমধ্যে তিন’শ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাদের অভিযোগ, কারচুপি-জালিয়াতির মাধ্যমে ভোটে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। সেনাবাহিনীকে ক্ষমতা দখলে নেয়ার পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। এলোপাতাড়ি লাঠিপেটা এবং ধরপাকড় চালায়। এরইমধ্যে, কেন্দ্রীয় সুরক্ষা সতর্কতা জারি করেছেন নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি একে ফ্যাসিস্টদের বর্বরতা বলে আখ্যা দেন। প্রত্যেকে উপযুক্ত শাস্তি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লুলা বলেন, এটা স্পষ্টভাবে জন-নিরাপত্তার ওপর হস্তক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৩১ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সুরক্ষা সতর্কতা জারি করা হয়েছে। যে কোন মূল্যে ব্রাজিলে শান্তি ফেরানো হবে। খতিয়ে দেখবো কারা বিক্ষোভকারীদের ইন্ধন যুগিয়েছে।