ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে লাখো মানুষের ঢল নামে তিতাসের দু’ধারে। আবহমান বাংলার এই ঐতিহ্যকে ঘিরে তিতাসের দু’পাড়ে যেন মিলন মেলায় পরিণত হয়। বাঙ্গালীর প্রানের সাথে মিশে থাকা সংস্কৃতির এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
তিতাস নদীর বুক চিরে বিজয় অর্জনে অদম্য গতিতে ছুটেছে মাঝি মাল্লার দল। জারি সারি গান আর ‘হেঁইও হেঁইও রবে যেন মেতে উঠেছে চারপাশ। কাশি-করতালের তালে তালে জলরাশিতে বৈঠার আঘাত শান্ত তিতাসকে যেন উত্তাল করে তুলে।
তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে শুরু হয়ে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত প্রতিযোগিতার সীমানা নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫ টি নৌকা ৫টি পর্বে অংশগ্রহন করে। এদিকে বাইচ উপভোগ করতে দুপুরের পর থেকেই তিতাস নদীর দু’ধারে লাখো মানুষের সমাগম ঘটে।এ সময় তারা বাইচকে বাঙ্গালীর প্রানের উৎসব দাবী করে তা টিকিয়ে রাখার আহবান জানান।
বাইচে প্রথম স্থান অর্জন করে নবীনগর উপজেলার নৌকা। এছাড়াও সরাইল উপজেলা ২য় ও আশুগঞ্জ উপজেলার নৌকা ৩য় স্থান অধিকার করে। পরে প্রথম স্থান অর্জনকারী দলকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার টাকা এবং ট্রফি উপহার হিসেবে প্রদান করেন। এছাড়াও বাইচে অংশ নেয়া প্রতিটি
আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের নৌকা বাইচের আয়োজন করা হবে বলেও জানান স্থানীয় সংসদ সদস্য।
বাঙালি জাতি সত্তার প্রাণের উৎসব নৌকা বাইচের ধারা আবহমান বাংলায় অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার।