ব্রাহ্মণবাড়িয়ার সমবায় সমিতিকে বিল পাইয়ে দিতে ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পক্ষপাত মূলক তদন্ত প্রতিবেদন দিয়ে একটি সমবায় সমিতিকে বিল পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউএনওর
বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে ক্ষুদ্ধ জেলেরা। অভিযোগ নিয়ে ইউএনও আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও চাপে আছেন বলে স্বীকার করেন। জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম এ বিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের দেয়ার দাবি সংশ্লিষ্টদের।
৩৯৬ দশমিক ৬৫ একরের শাপলা বিলের অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তবে বিলের অধিকাংশ জমির মালিক পার্শ্ববর্তী সরাইল উপজেলার শাহজাদাপুর ও মলাইশ গ্রামের বাসিন্দারা। বিলের পাশ দিয়ে বয়ে চলা তিতাস ও শাপলা বিল, স্থানীয় সাত শতাধিক জেলের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। সম্প্রতি বিলটি ইজারা দিতে বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।
এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয় নাসিরনগর ইউএনওকে। তদন্তে জলমহাল নীতিমালা ২০০৯ উপেক্ষা করে জেঠাগ্রাম মৎসজীবী সমবায় সমিতিকে বিল বরাদ্দের সুপারিশ করা হয়। এ অবস্থায় ইউএনওর বিরুদ্ধে বিতকির্ত এবং পক্ষপাতমূলত তদন্তের অভিযোগ এনে তা বাতিল এবং পুনঃতদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন স্থানীয় জেলেরা।
সঠিক তদন্তের মাধ্যমে বিল বন্দোবস্ত না দিলে আত্মহুতির হুঁশিয়ারী এই জেলে নেতার।
অভিযোগের বিষয়ে জানতে ইউএনও কার্যালয়ে গেলে কথা বলতে রাজি হননি তিনি। তবে জলমহাল বরাদ্দের তদন্তে নিয়ে চাপে আছে বলে স্বীকার করেন।
নীতিমালা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
সঠিক তদন্ত করে প্রকৃত জেলেদের বিল বরাদ্দের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের।
ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনওর বিরুদ্ধে জেলেদের বঞ্চিত করে সমিতিকে বিল পাইয়ে দেয়ার অভিযোগ/ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের