ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে সরকারি চাল চুরির অভিযোগে ২ জন আটক
- আপডেট সময় : ০১:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি ত্রাণের ১০ বস্তা চালসহ রফিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও তাঁর ছেলে আজিজকে ১০ টাকা কেজির চাল চুরির অভিযোগে আটক করেছে শ্রীমঙ্গল রেব।
গেল রাতে ব্রাহ্মণবাড়িয়র শাহজাদপুর ইউনিয়নের তিতাসপাড়া গঙ্গাঘাট এলাকা থেকে রফিক মিয়াকে আটক করা হয়। তিনি শাহজাদপুর গ্রামের শফি মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ত্রাণ গ্রহীতাদের কাছ থেকে ১০ বস্তা চাল কেনেন রফিক। কিন্তু এই চাল মোটা হওয়ায় চিকন করার জন্য জেলার নাসিরনগর উপজেলার একটি রাইস মিলে নিয়ে যান। কিন্তু ব্যর্থ হয়ে শাহজাদপুর ফেরার পথে তাকে আটক করে পুলিশ। সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বলেন, চালসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি স্বীকার করেছেন চালগুলো ত্রাণের।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মোহাম্মদ আব্দুল্লাহ্ ও তাঁর ছেলে আজিজকে ১০ টাকা কেজি দরের গরিবের চাল চুরির অভিযোগে আটক করেছে রেব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ২১০ কেজি অবৈধ চাল জব্দ করা হয়েছে। গেলো রাতে শ্রীমঙ্গল রেব-৯ এর ক্যাম্প কমান্ডার এএসপি মোহাম্মদ শামিম আনোয়ারের নেতৃত্বে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে চালসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা উপকারভোগীদের টিপনই জাল করে চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রি করছিল বলে জানায় রেব।