ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আ’লীগের তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আওয়ামী লীগের তিন প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়েছে। বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঞাকে উপনির্বাচনে জিতিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা।
তিনজনই জানিয়েছেন, ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। আবদুস সাত্তারকে জিতিয়ে আনতে দলের অনানুষ্ঠানিক সিদ্ধান্তে দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা যুক্ত আছেন। এই আসনে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম। উপনির্বাচনে ১৩ জন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৫ জন। এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা ৮। শূন্য হওয়া আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি।