ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা
- আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। দেশের বিভিন্ন স্থান থেকে ধান নিয়ে আসা কৃষকরা জানান, লাভের আশায় দূর-দূরান্ত থেকে ধান নিয়ে আসলেও ব্যবসায়ীদের কারসাজির কারণে ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছেন তারা। এ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। তবে কৃষি কর্মকর্তারা জানান, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হওয়ায় কৃষকরা শিগগিরই ন্যায্য মূল্য পাবেন।
দেশের অন্যতম বৃহৎ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। করোনার মধ্যেও প্রতিদিন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মণ ধান নিয়ে আসছেন কৃষক ও ব্যাপারীরা। কিশোরগঞ্জ থেকে আসা কৃষক সান্তাজ মিয়া জানান, ১ হাজার মন ধান নিয়ে মোকামে এসেছেন। প্রতিমন মোটা ধান ৫৮০ টাকায় ও চিকন ৬শ টাকায় বিক্রি করেন। তিনি জানান, ফলন ভাল হওয়ায় কোন রকমে উৎপাদন খরচ উঠেছে। অন্য কৃষকরা জানালেন সিন্ডিকেটের কারণে তারা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
চলতি মৌসুমে ধানের বাজারমূল্য ভাল দাবি করে মিল মালিকরা জানান, বর্তমান দরে ধান কিনলেও চালকলগুলোকে লোকসান গুণতে হবে।
সরকারিভাবে ধান ক্রয় শুরু হওয়ায় বাজার উর্ধ্বমুখীসহ কৃষক ন্যায্যমূল্য পাবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা।
২৮ এপ্রিল থেকে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে। ১০৪০ টাকা দরে লটারীর মাধমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় এবার ১৪ হাজার ৩শ ৬০ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।