ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।
দীর্ঘ ২ বছর বন্ধ থাকার ফের ওই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানীর ব্যবস্থাপক মাহমুদুল নবাব জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস গ্যাস ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন কূপখনন প্রকল্পের আওতায় ২০১৬ সালে তিতাস এই কূপ খনন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরবর্তীতে কারিগরি ত্রটির কারণে ২০২১ সালের ২ জানুয়ারী কূপটি বন্ধ হয়ে যায়।