ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নরে কুইল্লার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল থেকে ৭ বছর বয়সী হোসাইন এবং ৬ বছর বয়সী মুসলিম নিখোঁজ হয়। সকালে কুদাইল্লা বিলে তাদের মরদেহ ভাসতে দেখলে স্থানীয়রা খবর দেন পুলিশে। পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।