ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল কাদিরের ওপর প্রতিপক্ষ রমজানের লোকজন হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ বাড়ী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে শাহরাস্তি পৌরসভার নাওরা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত নূরুল আমিন লাকসাম উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এবং তার স্ত্রী কামরুন্নাহার বরুরা উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছেন।