ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর, গতকাল বিকেলে তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। গ্রামীণ সংস্কৃতির অন্যান্য ঐতিহ্য বিলীন হয়ে গেলেও, নৌকা বাইচের মাধ্যমে ফিরে এলো তিতাস পাড়ের আনন্দ উচ্ছ্বাস।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে, হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা। রোববার পড়ন্ত বিকেলে তিতাসের বুকে ৪ ধাপে ব্রাহ্মণবাড়িয়াসহ হাবিগঞ্জ ও কিশোরগঞ্জের ১৩ টি দল বাইচে অংশগ্রহন করে। তিতাস নদীর শিমরাইল কান্দি গাঁওগ্রাম পয়েন্ট থেকে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত আড়াই কিলো মিটার ব্যাপী এ প্রতিযোগিতা হয়। বর্ণিল সাজে সজ্জিত নৌকা নিয়ে ঢাকের তালে তালে প্রতিযোগিতায় অংশ নেয় অংশগ্রহণকারী।
বৈঠার তালে তালে বর্ণিল সাজে সজ্জিত নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভীড় জমায় হাজার হাজার নারী পুরুষ।
এমন উচ্ছাসপূর্ণ আয়োজনে অংশ নিয়ে খুশি মাল্লারা। কোন কিছু প্রাপ্তির আশায় নয়, দর্শকদের আনন্দ দিতেই বাইচে অংশ নিয়েছেন তারা। এতেই তাদের আনন্দ।
বাঙ্গালীর শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক অনুষ্ঠান আয়োজনে প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় জানান জেলা প্রশাসক।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি
র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ধর্মের অপব্যাখা দিয়ে দীর্ঘদিন বন্ধ করে রাখা লোকজন অনুষ্ঠান তিতাস প্রবাহমান থাকা পর্যন্ত চলবে।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া সদর, ২য় বিজয়নগর উপজেলা এবং তৃতীয় আশুগঞ্জ উপজেলা। বিজয়ীদের যথাক্রমে ১ লাখ, ৬০ হাজার ও ৩০ হাজার টাকা দেয়া হয়। অংশগ্রহনকারী প্রতিটি নৌকাকেই ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।