ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ আতশবাজিসহ ৩ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ আতশবাজিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তথ্য অনুযায়ী বিভিন্ন খাদ্য পণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরণের আঁতশ ও পটকাসহ ৩ জনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে