ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে নিহত ২২ জনের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কার বিলে ট্রলার ডুবিতে নিহত ২২ জনের দাফন সম্পন্ন হয়েছে। বাড়িতে বাড়িতে চলছে এখন শোকের মাতম। স্বজনদের হারিয়ে মূর্ছা যাচ্ছেন অনেকেই। আর কোন নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে, এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিচ্ছে জেলা প্রশাসনের তদন্ত দল।
স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারি হয়ে আছে বিজয়নগরের চম্পকনগর। এ ইউনিয়নেই একই পরিবারের ৪ জন সহ এই ইউনিয়নে ১১ জন নিহত হয়েছে। স্বজনদের আর্তনাদে শোকাবিভূত চারপাশ। নিজ নিজ এলাকায় নামাজে জানাযা শেষে তাদের দাফন করা হয়েছে। শুধুমাত্র একজনের স্বজন প্রবাসে থাকায় তার দাফন করা হয়নি। কোন শান্তনাই যেন এমন শোকে সমবেদনা জানানোর জন্য যথেষ্ট নয়। দায়ীদের বিচার দাবি করেছেন স্বজনরা।
এদিকে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত দল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ঘটনাটি কেন ঘটলো তা খুঁজে বের করতে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় ৪ জন নিহতের স্বজন সেলিম মিয়া বাদী হয়ে ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিখোঁজের আর কোন তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস।